অধ্যায় ১
প্রশ্ন১: জাহিদ গেটের টিউমার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। বিখ্যাত সার্জন ডা. সফিক মাহমুদ তার অপারেশন করবেন। কিন্তু অপারেশনের ২দিন আগে ডা. সফিক মাহমুদকে হঠাৎ করেই লন্ডন যেতে হলো। তথাপি লন্ডনে অবস্থান করেই নির্ধারিত সময়েই ডা. সফিক মাহমুদ পাহিদের অপারিশনটি পরিচালনা করলেন।
ক. আউটসোর্সিং কী?
খ. ভ্যাহিকল ট্রাকিং ইউনিট বলতে কী বুঝ?
গ. ডা. সফিক মাহমুদ কীভাবে জাহিদের অপারেশনটি পরিচালনা করলেন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অপারেশন পরিচালনায় ব্যবহৃত যোগাযোগ মাধ্যমটি আমাদের জন্য আশীর্বাদস্বরুপ - বিশ্নেষণ কর।
প্রশ্ন৩: কিরণ গত কিছুদিন ধরে তার হাতের কনুইয়ের উপরে টিউমারের উপস্থিতি বুঝতে পেরে পরামশের্র জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে দেখেন টিউমারটি আঞ্চলিকভাবে সীমাবদ্ধ এবং সেন্টিমিটার এর চাইতে বড়। এ অবস্থায় ডাক্তার অত্যন্ত নিম্ন তাপমাত্র প্রয়োগ করে টিউমার কোষটি ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন।
ক.ড্রাইল্যাব কী?
খ. রোবটের ২টি বৈশিষ্ট্য লেখ।
গ. কিরনের টিউমার চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপকের প্রযুক্তিটির ভূমিকা বর্ণনা কর।
প্রশ্ন৪: হাবিব ও বিজয় দুই বন্ধু। একদিন হাবিব বিজয়কে তার অফিসে আসল। হাবীব অফিসের গেটে লাগানো একটি ছোট মেশিনে আঙুল চেপে ধরতেই গেট খুলে গেল। বিজয় একই প্রক্রিয়ায় গেট খুলতে চাইলেও গেট খুলল না।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় ‘ক্যাম’ এর ব্যবহার লেখ।
গ. হাবীরের আঙুলে গেট খুললেও বিজয়ের আঙুলে না খোলার কারণ ব্যাখ্যা কর।
ঘ. প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকের প্রযুক্তিটির কার্যকারিতা মূল্যায়ন কর।
প্রশ্ন৫: বাদল সাহেব একজন জীববিজ্ঞানী। প্রচলিত গবেষণা পদ্ধতির বাইরে তিনি আধুনিক তথ্য-প্রযুক্তির আলোেকও গবেষণা কার্য পরিচালনা করেন। এক্ষেত্রে তিনি বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিউরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করেন।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. বাদল সাহেবের অনুসৃত আধুনিক গবেষণা পদ্ধতির প্রয়োগক্ষেত্রগুলো উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত গবেষণা পদ্ধতিটি সময় ও অর্থ সাশ্রয় করে - যুক্তি প্রদর্শন কর।
প্রশ্ন৬: কিছুদিন পূর্বে দেখা গেছে জাপানের বহু পুরানো চেইন শপের বিশা খোলা জায়গায় দাড়িয়ে মাথা নেড়ে ক্রেতাদের স্বাগত জানিয়ে যাচ্ছে চিহিরআশিও। নামটি শুনে অদ্ভুত লাগলেও এটি হলো জাপানের তৈরি একটি রোবট রিসেপশনিস্ট, যা দেখতে অবিকল মানুষের মতোই। তবে তা মূলত একটি যন্ত্রমানব।
ক. রোবট কী?
খ. কৃত্রিম মুদ্ধিমত্তার প্রোগামকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী?
গ. উদ্দীপকের যন্ত্রটিার সাধারণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
ঘ. যন্ত্রটির সাধারণ উপাদানগুলো বর্ণনা প্রদান কর।
প্রশ্ন৭: যত দিন যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তত আধুনিক হচ্ছে। কম্পিউটার উন্নত ও প্রযুক্তির দিক থেকে দ্রুত পরিবর্তন হচ্ছে সাথে দামও কমে যাচ্ছে। ন্যানোকটকনোলজির সাহায্যে সহজেই এ কাজ করা সম্ভব।
ক. অফিস অটামেশন কী?
খ. ন্যানো টেকনোলজি ব্যবহারের কারণ কী?
গ. উদ্দীপকের আলোচ্য টেকনোলজির সম্পর্কে বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের প্রযুক্তিটি বৈপ্লবিক পরিরর্তন এনেছে - বিশ্লেষণ কর।
প্রশ্ন৮: জেরিনের দাদুর বয়স ৭৫ বছর। তার ওর্যাল ক্যান্সার হয়েছে। জেরিন ওর দাদুকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার জেরিনের দাদুকে ক্রায়োসার্জারি করার পরামর্শ দিলেন।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. ক্রায়োসার্জারিতে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়?
গ. উপরের উদ্দীপকে ডাক্তার জেরিনের দাদুকে রেডিওথেরাপি না দিয়ে ক্রায়োসার্জারির পরামর্শ দিলেন কেন? বিশ্লেষন কর।
ঘ. ক্রায়োথেরাপির মাধ্যমে একটি টিউমার টিস্যুকে কিভাবে ধ্বংস প্রাপ্ত করে - ব্যাখ্যা কর।
প্রশ্ন৯: হাসান সাহেবের বড় ছেলে কামাল বিদেশে চাকুরী করে অর্থ উপার্জন করে। বাবা-মার সাথে যোগাযোগের জন্য সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ফলে কথা বলার পাশাপাশি একে অন্যকে দেখতেও পায়। তবুও তার মন খারাপ থাকে। অন্যদিকে হাসান সাহেবের ছোট ছেলে রানা লেখাপড়া শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণ করে এবং ঘরে বসেই অনলাইনে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে সচ্ছল জীবনযাপন করে সুখে আছে।
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারীং কী?
খ. বিশ্বকে একটি গ্রামের সাথে তুলনা করা হয় কেন ব্যাখ্যা কর।
গ. কামালের ব্যবহৃত প্রযুক্তিটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
ঘ. কামাল ও রানার পেশার তুলনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে রানার পেশার উপযোগিতা বিশ্লেষণ কর।
No comments:
Post a Comment